BJP, Garhbeta, গড়বেতায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই অভিযানে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ৬ বছর পর পর আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি। শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষকে আজ আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানের মতো উন্নতশীল দেশের সঙ্গে তুলনা করা হয়। তাই বিজেপির সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপির সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি।

এদিন তিনি গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে দেখা করেন। কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে। সকলকে তিনি আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপির সদস্য হতে। ঘুরে দেখেন গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারও। সবশেষে গড়বেতা এক নম্বর ব্লকে একটি পথসভা ও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে সকল গড়বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *