আমাদের ভারত, ৩ ডিসেম্বর: ত্রিপুরার হোটেলগুলিতে বাংলাদেশিদের জায়গা হবে না। উত্তর পূর্বের এই রাজ্যের হোটেল মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকতে দেওয়া হবে না।অ্যাসোসিয়েশনের তরফে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা করা হয়েছে।
ত্রিপুরার হোটেলে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার এই সিদ্ধান্তে নাগরিকরা বড় ধরনের সমস্যার মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের উত্তর ও চট্টগ্রাম- সহ পূর্ব প্রান্তের জেলাগুলির মানুষ ত্রিপুরা হয়ে ভারতে আসেন। সেখান থেকে কলকাতা, দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে যাতায়াতের বিমান ভাড়া কম। ট্রেন এবং বিমানের জন্য আগরতলার হোটেলে থাকতে হয় বাংলাদেশিদের। কিন্তু আগরতলার হোটেল ও রেঁস্তরায় এখন তাদের ঠাঁই হবে না।
আগরতলার সোনার তরী হোটেলে হওয়া বৈঠকে হোটেল অ্যাসোসিয়েশনের বৈঠকে যে প্রস্তাব নেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা বাংলাদেশিদের সম্মান করি, কিন্তু সে দেশের কিছু নাগরিক যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করছে তাতে আপাতত বাংলাদেশের নাগরিকদের আমরা কোনো ধরনের হোটেল পরিষেবা দিতে পারছি না।
এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার কথা ঘোষণা করেছে।