যুবমোর্চার কর্মীদের রাহুল গান্ধীর ছবি ছেঁড়ার ঘটনা সমর্থন করেন না দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ নভেম্বর:
রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনাকে সমর্থন করেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, যুবমোর্চার কর্মীরা উত্তেজিত হয়ে রাহুল গান্ধীর ছবি ছিঁড়ে ফেলেছেন। রাজনীতিতে অসৌজন্যতা আমি কখনই সমর্থন করি না বলে জানান দিলীপ ঘোষ। তবে এই ঘটনা ঘটার জন্য তিনি কংগ্রেসকেও ঘুরিয়ে দায়ী করেন।

শনিবার দলের রাজ্য সদর দফতরে তিনি বলেন, অসৌজন্যতার রাজনীতি প্রথমে শুরু করেছে কংগ্রেস। আগে একটা সময় কংগ্রেস আমাদের দফতরে এসে বিক্ষোভ দেখাতেন। বিজেপির রাজ্য সদর দফতরের সামনে এসে কংগ্রেস কর্মীরা বিজেপিকে গালিগালাজ করতেন। তাদের দেখানো পথেই এদিন যুবমোর্চার কর্মীরা কর্মসূচি নিয়েছেন। যুবমোর্চার কর্মীদের কাজের নিন্দা করলেও তাদের পাশে দাঁড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা রাজনীতিতে নতুন। তাই ওদের রাজনীতি শিখতে হবে বলে জানান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

9 thoughts on “যুবমোর্চার কর্মীদের রাহুল গান্ধীর ছবি ছেঁড়ার ঘটনা সমর্থন করেন না দিলীপ ঘোষ

Leave a Reply to Onida LED Tv Service Center in Kolkata Cancel reply

Your email address will not be published. Required fields are marked *