গোঘাটে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে

আমাদের ভারত, আরামবাগ, ১৬ নভেম্বর: বিজেপি করার অপরাধে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।ঘটনাটি ঘটেছে  হুগলি গোঘাট থানার শ্যামপুর এলাকায়।

জানাগেছে, আহত বিজেপি কর্মীর নাম সন্দ্বীপ ঘোষ। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়েছে। ওই বিজেপি কর্মী তৃণমূলের বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ, ওই বিজেপি কর্মী যখন শ্যামবাজার এলাকায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন, তখন বেশ কিছু তৃণমূল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর তাঁকে  বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয়রাগুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, আমাদের কিছু কার্যকর কর্তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছে।জায়গায় জায়গায় আমাদের বিজেপির কর্মীরা আক্রান্ত  হচ্ছে । শাসক দল  এলাকায় ক্ষমতা বজায় রাখার জন্য বিজেপি কর্মীদের মারধর করছে। তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *