আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:
জয়শ্রী রামের বিরোধীতা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপালের বিরোধীতায় মেতেছেন বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রার্থী প্রেমচাঁদ ঝাঁয়ের সমর্থনে প্রচারে এসে তিনি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এ রাজ্যে জয় শ্রীরাম বললেই ঘাড় ধরে গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জয়শ্রী রামের বিরোধীতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হাল হয়েছে তা রাজ্যের মানুষ দেখেছেন। বন্দেমাতরম বিরোধীতার কারণে ইংরেজদের যে দশা হয়েছিল তার মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য জয়শ্রী রামের বিরোধীতার পথ থেকে মুখ্যমন্ত্রী সরে এসেছেন।
রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলার রাজ্যপাল এ রাজ্যের সাধারণ মানুষের কথা তুলে ধরছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তা সহ্য করতে পারছেন না। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে আসা নবান্ন – রাজ্যপাল সংঘাতে বিজেপি রাজ্যপালের পাশেই রয়েছেন বলে এদিন তিনি তা স্পষ্ট করেন।
রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে একটি ইশতেহার প্রকাশ করা হয়েছে। খড়্গপুরে ইশতেহার প্রকাশ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গত আট বছরের শাসনকালে মমতা বন্দোপাধ্যায়ের সরকার কিছুই করেনি। তাই নতুন করে এই উপনির্বাচনে ইশতেহার প্রকাশ করতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় খড়গপুর শহরের কয়েকটি এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।