Suvendu, Dev, “রবিবার শুটিং বন্ধ থাকায় ঘাটালে এসেছিল শুটিং করতে,” দেবকে কটাক্ষ শুভেন্দুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: সোমবার ঘাটালে বন্যা পরিদর্শনে এসে আরজিকরের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় বিধায়ক শীতল কপাটকে পাশে রেখে বলেন, পানিহাটির সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম এবং বর্তমান তৃণমূলের নেতা। তরুণী চিকিৎসকের দেহ পোড়ানোর জন্য সঞ্জীব ঘোষ গিয়েছিলেন নির্মল ঘোষের কথায়। আর নির্মল ঘোষ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। নির্মলের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে রিমান্ডে নিক। ভালো করে আপ্যায়ন করলে তিনি বলে দেবেন মমতা কতবার তাকে ফোনে বলেছেন, নান্টু দা কেন তুমি এখনো তরুণী ডাক্তারের দেহ পোড়াতে পারোনি।

এদিন ঘাটালের বন্যা প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই বন্যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আর দেব কোনো নতুন সাংসদ নয়। সে তিনবারের সাংসদ। অবশ্য যদিও চুরি করে জিতেছে। দশ বছর তিন মাস হয়েছে তার সাংসদ কাল। বন্যা নিয়ন্ত্রণে তৃণমূল পুরোপুরি ব্যর্থ। ঘাটালের মানুষের কাছে তৃণমূলকে জবাব দিতে হবে। গতকাল রবিবার থাকায় শুটিং বন্ধ ছিল। তাই ঘাটালে এসেছিল শুটিং করতে। এখানে সাতদিন বন্যা চলছে, সরকারের কোনো ভূমিকা নেই। মমতা ব্যানার্জি এসেছিলেন, কিন্তু তারপর কী হয়েছে? মানুষের ঘরে খাবার নেই, জল নেই, গো খাদ্য নেই। সরকার পুরোপুরি ফেল, সরকার নেই এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *