আমাদের ভারত, ১৯ অক্টোবর: বছরের অন্য সময়ের মতো পুজোর দিন গুলোতেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই সক্রিয় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু বিজয়া দশমী পর থেকে তাঁকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তাকে সামনা সামনি বিজয়ার শুভেচ্ছা জানাতে চেয়েও পাননি অনেকেই। কোথায় গেলেন বঙ্গ বিজেপির সেনাপতি? পুজোর ছুটিতে কি কোথাও বেড়াতে গেলেন? নাকি অন্য কোথাও গেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা ও পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু প্রকাশ্যে তাকে দেখা যাচ্ছে না। কোথাও উধাও হয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি? তিনি কি দেশেই নেই? বিজয়া দশমীর দিন শেষবার নিজ শহর বালুরঘাটে তাকে দেখা গিয়েছিল। তারপর থেকে আর দেখা যায়নি তাকে। বালুরঘাটেও ছিলেন না, দিল্লিতেও ছিলেন না, কলকাতাতেও ছিলেন না। কোথায় ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? তাহলে কি পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছন?
না না তিনি সাত দিনের আফ্রিকা সফরে গিয়েছেন। সুকান্তবাবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর সঙ্গী ছিলেন এই সাতদিন। তিনি আলজেরিয়া, মরিশুনিয়া, মালাউই গিয়েছিলেন।
লোকসভা ভোটের পর মন্ত্রীত্ব পেয়েছেন, তারপর এই প্রথমবার রাষ্ট্রপতির সফর সঙ্গী তিনি। একাধিক ছবিতে তাকে রাষ্ট্রপতির একেবারে পাশে বসে থাকতে দেখা গেছে। শনিবার মালাইউ থেকে রাষ্ট্রপতির সঙ্গে নয়া দিল্লি ফিরছেন সুকান্ত মজুমদার।