আমাদের ভারত, ১৯ অক্টোবর: রাজ্যে ৬ আসনের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। অন্যান্য সব দলের মধ্যে বিজেপির তরফেই প্রথম প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। তবে প্রার্থী তালিকায় খুব বড়সড় নাম নেই, কারণ স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিমল দাস। মেদিনীপুরে বিজেপির প্রার্থী হয়েছেন শুভজিৎ রায়। তালডাংরায় প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে।
সূত্রের খবর, জেলার নেতৃত্বের তরফে পাঠানো নামেই শিলমোহর দিয়েছে উচ্চ নেতৃত্ব। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভজিৎ স্থানীয় বিজেপি কর্মীদের কাছে বান্টি নামে পরিচিত। দীর্ঘ দিনের বিজেপি কর্মী হিসেবে শুভদীপকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল জেলার নেতারা। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে দল।
অন্যদিকে তালডাংরায় বিজেপি প্রার্থী অনন্যা এক সময় বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলর ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন।
যে ৬ আসনে বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন তাদের মধ্যে বসিরহাটে সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়য়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এখন হচ্ছে না।
যেখানে যেখানে উপনির্বাচন হবে তার মধ্যে বিজেপি ২০২১ সালে একটিতে জিতেছিল। দলের আরো কয়েকজন বিধায়ক লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পেয়েছিলেন মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়ক মনোজ সাংসদ হওয়ায় সেই আসনে ভোট গ্রহণ হবে। কোচবিহারের সিতাই আসন ছেড়ে তৃণমূলের সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়েছেন, মেদিনীপুর ও তালড্যাংরা আসন এখন শূন্য রয়েছে জুন মালিয়া ও অরূপ চক্রবর্তী সাংসদ হবার ফলে। নির্বাচন কমিশনের ঘোষণা, সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা আসনে ১৩ নভেম্বর ভোট গ্রহণ হবে। সর্বত্র ভোট গণনা হবে ২৩ নভেম্বর।