Mamata, NRC, Bankura, আদিবাসী মন পেতে মরিয়া চেষ্টা মমতার! এনআরসি হতে দেব না বলে হুঙ্কার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ এপ্রিল: বিজেপির সাংসদদের তুমুল সমালোচনা করে নির্বাচনের ঠিক আগেই আদিবাসীদের উন্নয়নে তৃণমূল সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাইপুরে নির্বাচনী জনসভায় সভার শেষ মুহূর্তে ইন্দ্রনীল সেনের গানের তালে ধামসা বাজিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে তাদের মন পাওয়ার চেষ্টা করলেন।

গত লোকসভা ও তারপর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনেও জঙ্গল মহলের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তার দলের থেকে। বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় এসে তাই তিনি আদিবাসীদের উন্নয়নে তার সরকারের ভূমিকা উল্লেখ করে বলেন, তার সরকার ক্ষমতায় এসেই আদিবাসীদের জমি রক্ষার জন্য আইন তৈরী করেছে, আগে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হতো। কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই সরা দেশে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আজ দুপুরে রাইপুরে সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অরূপবাবুকে তার দীর্ঘদিনের সাথী বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আগে বাঁকুড়া ছিল আশান্তির জায়গা, জঙ্গলমহল ছিল সন্ত্রাসের জায়গা, মানুষ বেরতে পারতো না, আমাদের সরকার আসার পর জঙ্গলমহলকে শান্ত করে দিয়েছি। এদিন তিনি বলেন, সারনা ধর্মকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছে না।তিনি বলেন, আমরা অলচিকি ভাষাকে মর্যাদা দিয়েছি, সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি। হুল দিবসেও ছুটি দিয়েছি। আদিবাসী ছেলেমেয়েদের যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদের ১৮০০ টাকা দেওয়া হয়েছে। উপস্থিত মহিলাদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন তো? আমরা ২কোটি পনেরো লক্ষ মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কেন্দু পাতার দামও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সিভিক ভলেন্টিয়ার, শিক্ষা বন্ধু, আশা কর্মী, কৃষক ভাতা ছাড়াও সরকারি কর্মচারীরাও ৪% ডিএ পেয়েছে। এরপর তিনি চাঁছাছোলা ভাষায় প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে বলেছেন জুন মাসের পর সবাইকে জেলে পাঠাবো। আমিওতো বলতে পারি, এখানে তো আমাদের সরকারই থাকবে, তাহলে কি আমরাও আপনাদের সবাইকে জেলে পাঠাবো? তিনি বলেন, মোদিকা গ্যারান্টি কী? জুন মাহিনে কি বাদ সবকো জেল মে ভর দেগা। চুন চুন কে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। লোকতন্ত্র কো আপ জেল বিনাদিয়া। গণতন্ত্রকো আপ জেল বানাদিয়া।
আইএনএ আর সিবিআই বিজেপি কা ভাই ভাই। ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপি কি ট্যাক্স কালেকসন, ফান্ড কালেকশন এই তো চলছে।

তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, কিসকো ধমকি দে রাহাহে আপ? হেমন্ত সরেন কে কী জন্য এ্যরেস্ট করেছেন। দিল্লি কা চিফ মিনিস্টার কো অ্যারেস্ট করকে রাখা হ্যায়। এরপর তিনি ভূপতিনগরের ঘটনার উল্লেখ করে বলেন, আপনারা আমাদের এখানে পরশু দিন রাতে মহিলা লোগো কো তঙ্গ কিয়া, আর।তঙ্গ করকে অভি কহতা হ্যায় মহিলা লোগো নে অ্যাটাক কিয়া। কিউ আপ রাত মে জায়েঙ্গে। ল এন্ড অর্ডার হচ্ছে স্টেটের বিষয়। আপনারা রাত তিনটেয় যাচ্ছেন, আর পুলিশকে পাঁচটায় জানাচ্ছেন। এটা কোন পদ্ধতি?

এদিন তিনি সিএএ এবং এনআরসি নিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেন সাবধান! এনআরসি আর সিএএ হচ্ছে মাছের মাথা আর লেজ।মাথাটা হচ্ছে সিএএ আর লেজটা হচ্ছে এনআরসি। যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসি’তে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশী।খবরদার কেউ ভুল করেও এতে নাম লেখাবেন না।আমরা সিএএ হতে দেব না।

এদিন নির্ধারিত সময়ের একটু পরে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী।এদিনের সভায় প্রার্থী অরূপ চক্রবর্তী ছাড়াও মন্ত্রী জোৎস্না মান্ডি, বাঁকুড়ার পুরপ্রধান অলকাসেন মজুমদার, শম্পা দরিপা প্রমুখ জেলা নেতৃত্ব হাজির ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *