আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ এপ্রিল: পৌরসভার অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটের কাজে পাঠানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিলেন অর্জুন সিং।
ব্যারাকপুরের বিভিন্ন পৌর সভার অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটের কাজে পাঠানোর চেষ্টা করছে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, “নির্বাচনের জন্য বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্থায়ী কর্মীদের নেয় নির্বাচন কমিশন, কিন্তু এবার পার্থ ভৌমিক ব্যারাকপুর মহকুমা বিভিন্ন পৌর সভার অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীদের ভোটের কাজের জন্য কমিশনে পাঠাচ্ছেন, যাতে ভোটে কারচুপি করতে পারে। এটা আমি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”
অপর দিকে এই ধরনের অভিযোগ সম্পর্কে পার্থ ভৌমিকের পাল্টা দাবি, নির্বাচন কমিশন বিভিন্ন পৌর সভা, বিভিন্ন সরকারি দপ্তর থেকে লোক নিয়ে থাকেন। এবার তাদের বিষয়, তারা কোথা থেকে লোক নেবেন।