Desher Mati Kalyan Mondir, প্রচন্ড শীতে উষ্ণতা বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির

পারুল খামারিয়া, আমাদের ভারত, আরামবাগ, ১৬ জানুয়ারি: আজ হুগলি জেলার পুড়শুড়া বিধানসভার অন্তর্গত রসুলপুর গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে দু:স্থ পরিবারের হাতে কম্বল তুলে দিল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’। দেশের মাটি কল্যাণ মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষক মিলন খামারিয়া ও অধ্যাপক ড: কল্যাণ চক্রবর্তী এই কাজে বিশেষ উদ্যোগ নেন। অধ্যাপক ড: অমিত দে’র দেওয়া এই কম্বলগুলি দান করল দেশের মাটি।

আজ এই অনুষ্ঠানটিতে দেশের মাটি কল্যাণ মন্দির-এর পক্ষ থেকে অয়ন নাগা ও ধ্রবজ্যোতি পাল উপস্থিত থেকে পুরো আয়োজনটি সম্পূর্ণ করেন। গ্রামবাসীরা এই প্রচন্ড শীতে হাতে কম্বল পেয়ে ভীষণ খুশি হন এবং দেশের মাটি কল্যাণ মন্দিরের সদস্যদের দু’হাত ভরে আশীর্বাদ করেন।

১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ‘কর্তব্য বোধ’ দিবস পালন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। দেশাত্মবোধক ও সেবামূলক কাজে দেশের মাটি কল্যাণ মন্দির নিজেরাও সেই আদর্শকে গ্রহণ করেছে। তাই দেশ ও জনগণের প্রতি সামাজিক ও মানবিক কর্তব্যবোধে তারা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে, তাদের মধ্যে অন্যতম বস্ত্র বিতরণ।

আজকের এই কম্বল বিতরণ সম্পর্কে মিলন খামারিয়া জানান, মানব সেবাকে ‘ধর্ম’ ও ‘কর্ম’কে আমরা মানবতা হিসাবে গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, স্বামী প্রণবানন্দ ইত্যাদি ‘মহান মানব’রা সেবার সে মহান আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, দেশের মাটি কল্যাণ মন্দির – সেই পথেই এগিয়ে চলেছে ধীরে ধীরে। আমি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এই সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *