সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জানুয়ারি: মাটির বাড়ির দেওয়াল ধসে এক পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইন্দাসের নন্দীপাড়ায়। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম উজ্জ্বলা হাজরা ও দেব কেওড়া।
স্থানীয় সূত্রে জানাগেছে যে, আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য বরাদ্দ টাকা পাওয়ায় নিজেদের সেই ঘর ভেঙ্গে পাকা ঘর করার কাজ শুরু করেন উজ্জ্বলাদেবী। বসবাসের বাড়ি ভেঙ্গে নতুন পাকা বাড়ি তৈরির জন্য সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি জীর্ণ মাটির ঘরে আশ্রয় নিয়েছিলেন ওই পরিবারের লোকজন। বুধবার রাতে ওই মাটির ঘরে উজ্জ্বলা হাজরা নিজের নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই ঘরের মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় এই দু’জনের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি পুকুরের জল তুলে ফেলার কাজ করছিলেন পুকুরের মালিক। সেই জল নিয়ে যাওয়া হচ্ছিল উজ্জ্বলা হাজরার মাটির ঘরের পাশ দিয়ে। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।
এই খবর পেয়ে এলাকায় পৌঁছন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা। ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন, ভোরে তার কাছে খবর এসেছিল যে, ঘর চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে।এলাকায় গিয়ে তিনি জানতে পারেন যে বাংলা আবাস যোজনার টাকা ওরা
পেয়েছিলেন। সেই মতো বাড়ি তৈরির কাজও শুরু করেন।সেজন্য তারা থাকছিলেন মাটির বাড়িতে। সেই বাড়ি ধসে মৃত্যু হয়েছে দু’জনের।