স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী চাকরির প্রতিশ্রুতি দেওয়ার ৮ বছর পরেও চাকরি না মেলায় জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ভাতা নয় স্থায়ী চাকরি ও কাজের বিনিময়ে পারিশ্রমিক চাই এই দাবি নিয়ে মঙ্গলবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ সমাবেশ করে অল বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর তারা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়।
তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ২০১৩ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথমে ১ লক্ষ যুবক যুবতীদের প্রথমে ১৫০০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে, এরপর ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরে তাদের যোগ্যতার নিরিখে চাকরি দেওয়া হবে। আজ ৭ থেকে ৮ বছর কেটে গেলেও মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখেননি। সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, যদি মুখ্যমন্ত্রী তাদের দাবি না মানেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।