মল্লারপুরে নেশাগ্রস্থ যুবকের হাতে খুন বৃদ্ধ

আশিস মণ্ডল, বীরভূম, ২২ ডিসেম্বর: এক যুবকের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কলিতড়া গ্রামে। মৃত বৃদ্ধের নাম সুকুমার বায়েন (৬৫)। বাড়ি কলিতড়া গ্রামেই।

এদিন ওই বৃদ্ধের নাতিরা ছাগল নিয়ে মাঠে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত যুবক বিশ্বজিৎ বায়েন ওরফে বিশু তাদের তাড়া করে। নাতিরা ভয় পেয়ে বাড়ি ফিরে দাদুকে সব কথা জানায়। এরপরেই দাদু মাঠে গিয়ে যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীন বিশু হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের গলায় একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ মাঠের মধ্যেই লুটিয়ে পড়লে আরও কোপ মারে তার গলা লক্ষ্য করে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা হলধর বায়েন বলেন, “ওই যুবক নেশাগ্রস্থ। সেই কারণেই কিছু দিন আগে তাঁর স্ত্রী ছেড়ে পালিয়েছে। তারপর থেকে নেশার মাত্রা বেড়ে যায়। মাঠের বসে সে নেশা করত। এদিনও সেরকম ভাবেই নেশা করছিল। নেশাগ্রস্থ অবস্থায় বৃদ্ধকে কোপ মারে”।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ গ্রামের একটি মন্দিরে ঝাঁট দেওয়ার কাজ করতেন। কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *