কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর:
কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবি এবং দিল্লিতে কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সিপিএম সহ অন্যান্য বাম পন্থী দলের কৃষক সংগঠনগুলির অবস্থান-বিক্ষোভ হল। অবস্থান-বিক্ষোভের পর প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয়। প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় অবস্থানে।
এদিনের অবস্থানে ছিলেন দাসপুরের সিপিএমের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা, সিপিআই এর রাজ্য নেতা তপন গাঙ্গুলি, তাপস চক্রবর্তী, জেলা নেতা মেঘনাথ ভূঁইয়া, উত্তম মন্ডল সহ অন্যান্যরা।
কেন্দ্রের কৃষি আইনের তীব্র বিরোধিতা করে বাম নেতারা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশকে কর্পোরেটদের কাছে বিক্রি করে দিচ্ছে। বেশি মুনাফার স্বার্থে কৃষকদের স্বার্থ লুন্ঠিত হচ্ছে। কৃষকরা কর্পোরেটদের কাছে দাসে পরিণত হবেন। দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে তার প্রতি সংহতি এবং সমর্থন জানান নেতৃত্ব। পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন বাম নেতৃত্ব।