আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: দলের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগে তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি।
৫ ডিসেম্বর শনিবার মেদিনীপুর শহরে বিজেপি যুব মোর্চার ডাকে বাইক মিছিল হওয়ার কথা। সেই মিছিলের সমর্থনে শহরের রিং রোড সহ বিভিন্ন এলাকায় প্ল্যাকার্ড ফেস্টুন লাগায় বিজেপি। বৃহস্পতিবার মাঝরাতে পৌরসভার নাম করে একদল লোক বিজেপির পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন খুলে গাড়িতে করে নিয়ে চলে যায় এবং বেশ কিছু ছিঁড়ে ফেলা হয়। কিন্তু ৭ ডিসেম্বর সোমবার মেদিনীপুর শহরে সভা রয়েছেন তৃণমূল সুপ্রিমোর। তার সমর্থনে শহরজুড়ে তৃণমূল পোস্টার, হোর্ডিং লাগালেও কেন সেই হোর্ডিং খোলা হল না তা নিয়ে প্রশ্ন তুলে আজ শুক্রবার মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।