আমাদের ভারত, ১ জুন: “পশ্চিমবঙ্গে গণতন্ত্র জ্বলছে,” বলে শনিবার প্রথমার্দ্ধেই এক্স-বার্তায় অভিযোগ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র পর্যবেক্ষক অমিত মালব্য।
তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র জ্বলছে। যাদবপুরের ভাঙড়ে বোমা ছোড়া হয়েছে। জয়নগরের কুলতলিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা একটি ইভিএম এবং ভিভিপিএটি যন্ত্র একটি পুকুরে ফেলে দিয়েছে। কারণ টিএমসি গুণ্ডারা ভোট দিতে দেবে না।
তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়মন্ড হারবার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং সম্ভাব্য উত্তরাধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বুথে বসতে দেওয়া হচ্ছে না, তাদের ভোটের নথিপত্র নষ্ট করা হচ্ছে..।
পশ্চিমবঙ্গের পুলিশ অভিষেক ব্যানার্জির দোসরদের মতো কাজ করছে। এমনকি মুসলমানরাও রেহাই পায়নি, কারণ তাদের একটি বড় সংখ্যক সিপিআই(এম) প্রার্থী প্রতিকুর রহমানকে ভোট দিচ্ছে। মুসলমানরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে শুরু করলেই ওই দলের ‘ধর্মনিরপেক্ষতা’ মরে যায়।” এর পরে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘সেভ বেঙ্গল’।