Jadavpur যাদবপুরে অশান্তি, সৃজনকে হেনস্থা করার অভিযোগ

আমাদের ভারত, কলকাতা, ১ জুন: শনিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের একাধিক স্থান থেকে অশান্তির খবর আসে। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এ দিন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশি হস্তক্ষেপে কোনওরকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। তাঁর অভিযোগ ছিল, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে উত্তেজনা দেখা দেয়। সিপিএম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে কিন্তু সিপিএম প্রার্থী সৃজন এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন।

কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডে অবাধে তৃণমূলের বাইক বাহিনী ঘুরছে বলে অভিযোগ করে সিপিএম। বাম নেতৃত্বের দাবি, একাধিকবার অভিযোগ জানানোর পরেও বাহিনী পাঠাচ্ছে না নির্বাচন কমিশন।

এদিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উমাচরণ স্কুল জগদ্দল ১০ নম্বর বুথে সওয়া ন’টাতেও ভোটগ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *