পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: বন্যা কবলিত এলাকায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট এলাকায়। বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ঘাটাল- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বন্যা কবলিত এলাকা সামাটেট মানুষজন।
ঘটনার খবর যায় দাসপুর থানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। প্রায় ঘন্টা চারেক অবরোধ চলার পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে অ।