সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ অক্টোবর: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনে জড়িতদের কঠোর শাস্তি সহ দশ দফা দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের বর্হিঃবিভাগের সামনে অনশন আন্দোলন শুরু করেছেন জুনিয়ার ডাক্তাররা। হাসপাতালের বর্হিঃবিভাগের সামনে অনশন মঞ্চে অনশনকারীদের সঙ্গে জুনিয়র ডাক্তার ও অনেক চিকিৎসক পড়ুয়া হাজির হয়েছেন। আজ সকালে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা। পৌর মজদুর, মুটিয়া শ্রমিক থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, শিক্ষক, অধ্যাপক, ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিক, বিজ্ঞান ও সমাজ আন্দোলনের কর্মী, পেনশনাররা এই কর্মসূচিতে যোগ দেন।
তিলোত্তমার ধর্ষণ ও খুনে যুক্তদের কঠোর শাস্তি, তিলোত্তমার ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে যুক্ত মাথাদের চিহ্নিত করে কঠোর শাস্তি, সিবিআইকে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণে নিঃস্বার্থ ও যথাযথ ভূমিকা পালন, রাজ্যের সর্বত্রই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি বন্ধ, মেডিকেল কলেজগুলিতে সিন্ডকেট রাজের অবসান, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ছাত্র ভর্তি থেকে রোগী পরিসেবায় সমস্ত ধরনের তোলাবাজি বন্ধ, দুর্নীতিগ্রস্ত রাজ্যের স্বাস্থ্য সচিব-সহ সমস্ত আধিকারিকদের অপসারণ।অবিলম্বে জুনিয়ার ডাক্তারদের দশ দফা দাবি পূরণের দাবি জানানো হয়।
এইসব দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন এআইপিএসও’র (AIPSO) জেলা সাধারণ সম্পাদক প্রতীপ মুখার্জি, সাধারণ সম্পাদক ভাস্কর সিনহা, অন্যতম সভাপতি বাবলু ব্যানার্জি ও অন্যতম সহ-সভাপতি আশিস পান্ডে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা ও পথচলতি মানুষরাও সভাস্থলে দাঁড়িয়ে পড়েন। এরপর মিছিল করে এআইপিএসও’র অনুগামীরা অনশনরত চিকিৎসক পড়ুয়াদের অনশন মঞ্চে হাজির হন। তাঁদের অনশন মঞ্চেও তাঁরা বেশ কিছুটা সময় অবস্থান করেন এবং আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জি ও ভাস্কর সিনহা।