পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের উচ্ছ্বাসে বিশেষভাবে আনন্দে মেতেছে ডেবরা ব্লক তৃণমূল।
ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের নেতৃত্বে বিজয় উৎসবের সূচনা হয়। প্রথমে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়, যেখানে অসংখ্য কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি ডেবরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিক্রমা করার পর শেষ হয় ডেবরা ওভার ব্রিজের নিচে। সেখানে তৃণমূল কর্মী এবং সমর্থকরা আবির খেলেন, পতাকা উড়িয়ে নাচ-গানের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগ করে নেন। এই বিজয় উদযাপনে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল কংগ্রেসের এই সাফল্য আবারও প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল রাজ্যের জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম। ডেবরা ব্লকের এই উদযাপন তাৎপর্যপূর্ণ, কারণ এটি দলের আগামী পরিকল্পনা ও লক্ষ্য পূরণের জন্য কর্মীদের মনোবল আরও দৃঢ় করবে। পাশাপাশি আজ কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁঞ্জার উদ্যোগে প্রায় হাজার তিনেক কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মোটর সাইকেল মিছিলের আয়োজন করা হয়।