আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মার্চ: খাল থেকে এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম রেজাউল লস্কর (৪০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের বাবলাতলা এলাকায়। মৃতের বাড়ি ক্যানিংয়ের মালিরধার গ্রামে। সোমবার সকালে তার মৃতদেহ জলে ভাসতে দেখে স্থানীয় মানুষজন। তারাই খবর দেয় ক্যানিং থানায়। ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি রেজাউল। পরিবারের লোকেরা রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু আজ সকাল পর্যন্ত কোনও খোঁজ পাননি তার। পরে ক্যানিং থানা থেকে তাদের খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ সনাক্ত করেন। পরিবারের সদস্যদের দাবি খুন করা হতে পারে রেজাউলকে। কিন্তু কে বা কারা তাকে খুন করলো সে বিষয়ে কিছুই বলতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশের দাবি, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে রেজাউলের। ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হতে পারে। কিন্তু বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কিভাবে এলেন রেজাউল সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটি খুন না নিছক কোনও দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।