govt school, clerk, drunk, মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি, ছাত্রদের সাহায্যে স্কুলে প্রবেশ, দাসপুরে সরকারি বিদ্যালয়ের ক্লার্কের কান্ডে নিন্দার ঝড়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা ছাত্র-ছাত্রীদের পাঠদান ও শিক্ষাদান করে সমাজের একজন ভালো মানুষ গড়ে তোলার প্রধান কারিগর। তাঁদের হাতেই গড়ে ওঠে এক একটি প্রতিভা। আজ যারা ছাত্র-ছাত্রী, তারাই পরবর্তী সময়ে দেশ ও দশের মুখ হয়ে ওঠে। সমাজ গড়তে যাদের হয় না কোনও তুলনা। কিন্তু সেই শিক্ষাঙ্গনের কর্মী যখন মদ্যপ অবস্থায় ভারসাম্য হারিয়ে রাস্তায় গড়াগড়ি দেয়, এ ঘটনা অবক্ষয়ের। এতে কুলুষিত হয় শিক্ষা সমাজ। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায়।

দাসপুর ১ ব্লকের রঘুনাথপুর এলাকায় রঘুনাথপুর স্বরোজ মোহন স্মৃতি বিদ্যালয় নামে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক ওই স্কুলের সামনের রাস্তায় মদ্যপ অবস্থায় পড়েছিলেন। সেই বেসামাল ক্লার্ককে ছাত্র ছাত্রীরা সন্তর্পনে ধরে বিদ্যালয়ে নিয়ে যায়। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ আসছে, এর আগেও একাধিক বার ওই ক্লার্ক মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন।

এমন ঘটনার খবর পেয়ে স্কুলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী। তিনি বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষককে এ প্রসঙ্গে জানানোর পর প্রধান শিক্ষক শুধুমাত্র দুঃখজনক ঘটনা বলে দায় সেরেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্কুল পরিচালন কমিটিও। এ কোন শিক্ষা সমাজ? ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *