চন্দ্রকোনার মনসাতলা চাতালে বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: সোমবার সন্ধ্যেয় ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ব্লকের মনসাতলা চাতালে পথদুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হল। ওই ব্যক্তির নাম দিপু সাঁতরা, বয়স ৪৫। বাড়ি দিয়াসা গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সাইকেলে করে আসছিলেন। সেই সময়ে গড়বেতা কলকাতা রুটের গড়বেতা গামী বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। উত্তেজিত জনতা বাসটিকে ভাঙ্গচুর করে। স্থানীয় মানুষজন পথ অবরোধ করে। বাসের চালক পলাতক। চন্দ্রকোনা থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় মানুষের দাবি, এই এলাকায় যানবাহনের গতি কমানোর জন্য বাম্পের ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *