“মাধুকরী সাংস্কৃতিক মেল বন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা”র পক্ষ থেকে সংবর্ধনা বেলিয়াবেড়া থানার বিদায়ী ওসি সৌরভ ঘোষকে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর: “মাধুকরী সাংস্কৃতিক মেল বন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা” এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল বেলিয়াবেড়া থানার সৌরভ ঘোষকে। প্রসঙ্গত, রুটিনমাফিক বদলির হিসেবে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষকে লালগড় থানায় পাঠানো হচ্ছে। তাই বিদায় ওসিকে স্মারক ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দিলেন “মাধুকরী সাংস্কৃতিক মেল বন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা” সংগঠনের সদস্যরা।

এদিন মাধুকরী সাংস্কৃতিক মেল বন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা” সংগঠনের সদস্য বিশ্বজিত পাল বলেন, আমরা মন থেকে মেনে নিতে পারছি না যে আমাদের এই সংগঠনের স্রষ্টা সৌরভ ঘোষ সরকারি নিয়ম মেনে আজকে আমাদের ছেড়ে চলে যাবেন। মন চাইছে না কিন্তু সরকারি নিয়ম মেনে নিতে হবে। আমরা শপথ নিয়েছিলাম এই এলাকার প্রতিভাগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরব। তাই ওনার অধরা স্বপ্ন আমরা পূরণ করব, আজ থেকে আমরা সেই শপথ নিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *