সৌরভ দলে আসলে বিজেপি দু’হাত তুলে স্বাগত জানাবে, বললেন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ডিসেম্বর: বিজেপির কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত সোমবার পানিহাটিতে সাংবাদিক বৈঠকে বসে তৃণমূলের সমালোচনায় মুখর হলেন। জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল অভিযোগ করেন, বিজেপি যেকোনো সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে খুন করিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূল বিজেপির ৪০০ কর্মীকে হত্যা করেছে এবং ১০০০ কর্মীর পিঠে পুলিশের লাঠির আঘাত এখনো বর্তমান, বহু কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে, এমনকি মহিলা কর্মীদেরও রেহাই দেওয়া হয়নি। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বর আলোচনা করার অধিকারও নেই, ওদের লজ্জায় ডুবে মারা উচিত।

সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে তিনি বলেন, কে কোন দলে যোগদান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে তিনি যদি বিজেপিতে যোগদান করেন তবে তাকে বিজেপি দুই হাত তুলে স্বাগত জানাবে।

অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী কে উপসর্গহীন করোনা রোগী বলে তিরস্কার করেছেন। তার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাহলে তৃণমূল কি এতদিন এই ভাইরাস বহন করে আসছে, তিনি আরো বলেন যে অভিষেক ব্যানার্জির কাছে জানতে চাইছি উনি এরকম আক্রান্ত ব্যাক্তিদের তালিকা করে আমাদের জানান, আর কতজন বিজেপিতে যোগ দেবে তার ও একটা লিস্ট করে দিন তা হলে আমাদের সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *