Deputation, Nandakumar, নন্দকুমার বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ ও ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ এপ্রিল: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, চাষের মরশুমে লাইন না কাটা, গৃহস্থের মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এলপিএসসি.(জরিমানা) মুকুব, অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরত সহ বিদ্যুৎ গ্রাহকদের গুরুত্বপূর্ণ কতগুলি দাবি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে ১ থেকে ৭ এপ্রিল সারা ভারত প্রতিবাদ সপ্তাহ কর্মসূচি চলছে। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টারে অ্যাবেকা নন্দকুমার শাখার পক্ষ থেকে নন্দকুমার বাজারে প্রচার ও স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ সভা এবং ডেপুটেশন দেওয়া হয়।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য নারায়ণ প্রামানিক, জেলা কমিটির সহকারী সভাপতি প্রণব মাইতি। কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাবেকার নন্দকুমার শাখার সম্পাদক মঞ্জুরি মোহন মাইতি, সদস্য সনাতন দাস প্রমুখ। কর্মসূচিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে দেওয়ার জন্য গ্রাহকদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে স্বাক্ষর সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *