নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ জানুয়ারি:
পুরোভোটে তৃণমূলের ভোট লুঠ আটকাতে বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করতে প্রস্তুত সিপিএম। শনিবার এইকথা জানান সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার। প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবার আগে পুরভোটে ভোট লুট আটকাতে হবে। তারজন্য সিপিএম কর্মীরা বিজেপি সহ সব রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই করতে প্রস্তুত। আমাদের শুধুমাত্র ভোট লুট আটকাতে নিচু তলার কর্মীদের কোনও ছুতমার্গ রাখতে বারণ করেছি।
তবে পুরভোটের প্রস্তুতিতে কলকাতা ও জেলা সিপিএম আগামী ২০ জানুয়ারি শহিদ মিনারে একটি সভা ডেকেছে। কলকাতার সিপিএম কর্মীদের নিয়ে এই সভা হবে। সভাতে কলকাতার সিপিএম কর্মীরা অংশগ্রহণ করবে। পাশাপাশি কলকাতার মোট ৮০ টি ওয়ার্ডে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় রয়েছে। কিন্তু বামেরা বৃহত্তর বামফ্রন্ট ও কংগ্রেসকে নিয়ে লড়াই করবে বলে জানান সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। তার জন্য কলকাতা জেলা সিপিএমের নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে শীঘ্রই আলোচনা করবে। তৃণমূলের বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলিতে একজায়গায় এনে লড়াই করবে বলে জানান কল্লোল মজুমদার।