পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: কুইন্টাল প্রতি নূন্যতম ১৩০০ টাকা করে আলু কিনতে হবে সরকারক, এই দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল করলো সিপিআইএম। শহরের প্রাণ কেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে রাস্তায় আলু ঢেলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম সংগঠনের সারা ভারত খেতমজুর ইউনিয়ন।
এদিন চন্দ্রকোনারোড সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর চৌরাস্তা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা। এদিন বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, পরে চন্দ্রকোনারোড বিট হাউসে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।