আমাদের ভারত, বালুরঘাট, ৯ জানুয়ারি: ফেনসিডিল পাচারে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা লগিন দাসকে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালত। সাজা ঘোষণা হবে শুক্রবারই। বৃহস্পতিবার বালুরঘাটের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তৃতীয় কোর্টের বিচারক কিষাণ কুমার আগরবাল এদিন তাকে দোষী সাব্যস্ত করেছেন।
জেলা আদালত সূত্রের খবর, ২০১৮ সালে ফেনসিডিল সাপ্লাইয়ের অভিযোগে লগিন দাসকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় নারায়ণ যাদব সহ আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। এদিন ওই মামলায় ২১-সি এবং ২৭এ ধারায় লগিন দাসকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এই মামলায় দোষী সাব্যস্তের কমপক্ষে ১০ বছর জেল ও অতিরিক্ত ২০ বছর জেল হতে পারে। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা অথবা অতিরিক্ত ২ লক্ষ টাকাও জরিমানা করা হতে পারে।
বুনিয়াদপুর আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন, শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক। ২০১৮ সালের মামলায় লগিন দাসকে কমপক্ষে ১০ বছর সাজা শোনাবেন বিচারক।