আমাদের ভারত, গড়িয়া, ২০ মার্চ: করোনার প্রভাব আটকাতে বাড়িতেই মাস্ক তৈরি করে বিনামুল্যে তা এলাকার সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন দক্ষিণ ২৪ পরগণার গড়িয়া মহামায়াপুরের সরকার দম্পতি৷ পেশায় ফ্যাশন ডিজাইনার গার্গী সরকার৷ তাঁর স্বামী সুকান্ত সরকার গান বাজনার সাথে যুক্ত৷ সম্প্রতি করোনার প্রভাবে বাতিল হয়েছে সুকান্তর একাধিক শো৷ বাধ্য হয়ে তাই বাড়িতেই দিন কাটাতে হচ্ছে তাকে৷ করোনার প্রভাব থেকে নিজেদের বাঁচাতে সাড়ে তিন বছরের মেয়ে ও নিজেদের জন্য মাস্ক কিনতে বেরিয়েছিলেন তারা৷ কিন্তু দোকানে কুড়ি টাকার মাস্ক কয়েকগুন দামে বিক্রি হচ্ছে দেখে বাড়ি ফিরে এসে নিজেরাই মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নেন এই সরকার দম্পতি৷
যেমন সিদ্ধান্ত তেমনই কাজ শুরু করেন এই দম্পতি। সন্ধ্যায় কাপড় কিনে তা দিয়েই সারারাত জেগে তৈরি করে ফেলেন ৪০টির মত মাস্ক৷ গতকাল সেই মাস্ক বিনামুল্য সবাইকে দেওয়ার জন্য সোশাল মিডিযায় পোস্টও করেন সরকার দম্পতি৷ গড়িয়া মোড়ে নির্ধারিত সময়ে শুরু হয় মাস্ক বিলি৷ ৫মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত মাস্ক৷ পুলিশ কর্মী থেকে আরম্ভ করে, ট্যাক্সিচালক, বাসের কনডাক্টর, পথ চলতি মানুষ অনেকেই তার কাছ থেকে মাস্ক নিয়ে যান সম্পুর্ণ বিনামুল্য৷ এদের অনেকেরই মাস্ক কেনার সামর্থ না থাকায় তারা তা কিনতেও পারছিলেন না৷ শেষ পর্যন্ত বিনামুল্য মাস্ক পেয়ে অনেকটাই নিশ্চিন্ত তারা৷ এই পরিষেবা দিতে পেরে খুশি সরকার দম্পতিও৷ ফের মাস্ক তৈরি করে এইভাবেই বিলি করতে চান তারা৷ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ।