করোনার মোকাবিলায় বন্ধ করে দেওয়া হল ঝাড়গ্রাম জেলার সব পর্যটন কেন্দ্র

অমরজিৎ দে, ঝাড়গ্রাম , ২০ মার্চ: করোনা ভাইরাসের সংক্রমন রুখতে এবার বন্ধ করে দেওয়া হল ঝাড়গ্রাম জেলার পর্যটন কেন্দ্রগুলি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব পর্যটন কেন্দ্র।

করোনা ভাইরাসের সংক্রমন রুখতে ভিড় এড়াতে বন্ধ করে দেওয়া হল ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। এই পার্কটি ৩১মার্চ পর্যন্ত আপাতত পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ করে দেওয়া হল প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী চিলকিগড়ের কনকদুর্গা মন্দির। ডুলুং নদীর তীরে এক ভেষজ উদ্যান দিয়ে বেষ্টিত এই মন্দির। এটি ঝাড়গ্রাম জেলার একটি বিখ্যাত পর্যটনস্থলও বটে। সিংহ বাহিনীর রূপে দেবীপ্রতিমা এখানে বেশ জাগ্রতা। এই রাজ্য তো বটেই, পাশের রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও প্রতিদিন ভক্তগনের ভিড় চোখে পড়ার মত। ‘করোনার’ মোকাবিলায় জামবনি ব্লক প্রশাসনের সাথে ঝাড়গ্রাম জেলা প্রশাসনও কোনোরূপ ঝুঁকি নিতে রাজি নয়। তাই ৩১ মার্চ পর্যন্ত কনক অরণ্যে ঢোকা ও মন্দির দর্শনে প্রবেশে নিষেধ জারি করেছে।

ঝাড়গ্রাম জামবনির পর একই পথে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন। রাজ্যের নির্দেশের পরেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত পর্যটন কেন্দ্র।

ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী ঝিল্লি পাখিরালয় থেকে শুরু করে গোপীবল্লভপুর বাজারের সুবর্ণরেখা নদীর তীরবর্তী ইকোপার্ক সহ সমস্ত পর্যটন কেন্দ্র আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ করা হলো বলে ব্লক প্রশাসন জানিয়েছে।

গোপীবল্লভপুরের ১ নং ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান, এলাকায় করোনা সংক্রমণ রুখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। জমায়েত আটকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ব্লকের সমস্ত পর্যটন কেন্দ্র। এলাকার মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও করেন বিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *