গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ সেপ্টেম্বর: চিকিৎসা ও ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বারাসত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ডাক্তার সুমিত সাহা ও তাঁর স্ত্রী পিউ সাহা- সহ আরোও অনেকে।
খানাকুল দু’নম্বর কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গায় বন্যা কবলিত এলাকায় প্রায় পাঁচশোর বেশি খাদ্য সামগ্রী বানভাসীদের হাতে এদিন তুলে দেন ও তার সাথে আড়াইশো মানুষদের চিকিৎসার পাশাপাশি পশুদেরও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন ডঃ সুমিত সাহা ও পিউ সাহা। চিকিৎসার পাশাপাশি ওষুধ পত্র তুলে দেন বানভাসীদের হাতে।
ডক্টর সুমিত সাহা ও পিউ সাহা জানান, আমি বন্যা দুর্গত মানুষদের পরিষেবা দিতে পেরে ভীষণ খুশি হয়েছি। আমি যেন এরকম ভাবেই মানুষের পাশে সব সময় থাকতে পারি।