করোনার ওষুধ হাতের মুঠোয়, মার্চের শেষই ওষুধ ব্যবহার করতে পারবে আক্রান্তরা, দাবি অস্ট্রেলিয়ার গবেষকদের

আমাদের ভারত,১৬ মার্চ:বিশ্বজুড়ে করোনার আতঙ্কের মাঝে বড় দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের দাবি তারা কবিড-১৯ র প্রতিষেধক খুঁজে পেয়ে গিয়েছেন। একইসঙ্গে তাদের আরও দাবি, মার্চের শেষ থেকেই করোনা আক্রান্ত রোগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন। অধ্যাপক ডেভিড প্যাটারসন ও তার দল এই চাঞ্চল্যকর দাবি করেছেন।

সংবাদমাধ্যমের কাছে অধ্যাপক ডেভিড প্যাটারসন বলেন, তাদের আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক সফল হবেই। এই প্রতিষেধক দ্রুত মানুষকে সুস্থ করে তুলবে। পাশাপাশি গবেষক বলেন এই প্রতিষেধক আসলে তৈরি করা হয়েছে মূলত দুটি রোগের ওষুধের সাহায্যে। এই দুটি রোগ হল এইচআইভি এবং ম্যালেরিয়া। করোনার এই প্রতিষেধকে যে মানুষ সুস্থ হবেন সে বিষয়ে যথেষ্ট আত্মপ্রত্যয়ী ডেভিড।

তবে এর আগে প্রতিষেধক আবিষ্কারে আশার আলো দেখিয়েছিলেন একদল কানাডিয়ান বিজ্ঞানীরাও। সেই দলে ছিলেন বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তারাও দাবি করেছিলেন এই ভাইরাসকে রুখে দেওয়ার উপায় তারা বের করে ফেলেছেন।তাদের শেষ মুহূর্তের গবেষণা চলছে।আর যদি সাফল্য তারা পান তাহলেই রুখে দেওয়া যাবে বিশ্বজুড়ে এই মারণ রোগকে।

কানাডার তিনটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন তাদের পরীক্ষানিরীক্ষা করোনাভাইরাসকে রুখে দিতে সক্ষম হবেই।

অস্ট্রেলিয়ায় এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৩০০ জন মানুষ। চিনে এই মহামারী কিছুটা নিয়ন্ত্রনে এলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বের ১৬০টি দেশে এই রোগ ছড়িয়েছে। প্রায় পৌনে দুই লক্ষ মানুষ আক্রান্ত করোনাভাইরাসে। মৃত্যু হয়েছে ৬৬৮০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *