অক্টোবরের মধ্যেই শিশুদের জন্যে আসছে করোনার টিকা, জানালো সেরাম

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: সবকিছু ঠিক থাকলে এবছর অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে শিশুদের জন্য করোনার টিকা। ইতিমধ্যেই টিকা তৈরীর কাজ শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে অক্টোবের জন্মের পরেই প্রথম মাসের শিশুদের ওপর টিকা প্রয়োগ করা যাবে, বলে জানালেন ভারতের কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর গ্রুপ এক্সিম পিসি নাম্বিয়ার।

তিনি আরও জানান, পরবর্তীকালে এই প্রতিষেধককে ওষুধ হিসেবে বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। এতে করোনা সংক্রমণ হলে শিশুদের তা খাওয়ানো যাবে। শনিবার আমেরিকান সংস্থার নোভাভ্যাক্স তৈরির কোভাভ্যাক্স টিকা ভারতে নিয়ে আসবে বলে ঘোষণা করেছে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। জুনের মধ্যেই ভারতের বাজারে সেটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

তবে নাম্বিয়ার জানিয়েছেন মোট চারটি করোনা টিকা তৈরি করবে তাদের সংস্থা। বছরের শেষ দিকে সেগুলি বাজারে চলে আসবে। তিনি বলেন জুনের মধ্যে নোভাভ্যাক্সের টিকা বাজারে চলে আসবে। পরীক্ষার পর শিশুদের জন্য টিকা তৈরি হয়ে যাবে অক্টোবরে। কোডাজেনিক্সের সহযোগিতায় তৈরি কোভিভ্যাক্সের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে।

জানুয়ারি মাস থেকে ভারতে করোনার টিকাকরন শুরু হয়েছে। তাতে সেরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *