সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: নাকা চেকিংয়ের সময়ে ভারপ্রাপ্ত অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কনস্টেবল। সোমবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কদমতলার ১০ মাইল এলাকায়। পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার এসএপি-২ নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল।
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতের শিফটে ডিউটি করছিলেন পুলিশের এসএপি সেকেন্ড ব্যাটেলিয়ানের কনস্টেবল বিভাস ঘোষ, যিনি বর্তমানে গোপালনগর থানায় সংযুক্ত। অভিযোগ, তিনি নাকা অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার পরই তিনি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কনস্টেবল বিভাস ঘোষ দীর্ঘদিন ধরেই স্নায়ুবিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করতেন। এই মানসিক সমস্যাই হয়তো তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার পরেই ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাস ঘোষের প্রাণ রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি, কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, সে বিষয়েও বিস্তারিতভাবে তদন্ত চলছে। ঘটনাটি পুলিশ মহলে শোকের ছায়া ফেলেছে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে।