Gobardanga, Friend, আম পাড়া নিয়ে বন্ধুর সঙ্গে বচসা, গোবরডাঙ্গায় প্রাণ গেল এক জনের, গ্রেফতার অভিযুক্ত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: আম পাড়াকে কেন্দ্র করে বন্ধুর সঙ্গে বন্ধুর বচসা ও হাতাহাতিতে প্রাণ গেল একজনের। ঘটনায় গ্রেফতায় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার মল্লিকপুর রোড ঝনঝনিয়া এলাকায়।

অভিযোগ, বাড়ির পাশের একটি বাগানে বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল বশির মন্ডল(৩৩)। সেখানে দু- এক কথায় অন্য এক বন্ধু রজিবুল ওরফে রাকিবুলের সঙ্গে শুরু হয় বচসা এবং পরবর্তীতে তা হাতাহাতিতে পরিণত হয়। বেগতিকভাবে রজিবুলের প্রহারে ব্যাপকভাবে আহত হয় বশির। ঘটনাস্থল থেকে বন্ধু-বান্ধবরা হাতাহাতি থামিয়ে বশিরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় আম বাগানে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় বশিরকে। তড়িঘড়ি বশিরের পরিবার ও অন্যান্য বন্ধুরা হাবড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক স্পাইনাল কর্ড সহ শরীরের অন্যান্য সমস্যা দেখে তাকে বারাসত মেডিকেল কলেজে স্থানান্তর করে। সোমবার সন্ধ্যায় বারাসত মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে বশিরের পরিবারকে জানানো হয় স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই গোবরডাঙ্গা থানায় এই ঘটনায় রজিবুল ওরফে রাজিবুল মন্ডলকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করে বেরগুম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকা থেকে। অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসত আদালতে পেশ করে গোবরডাঙ্গা থানার পুলিশ।

অন্যদিকে বশির মন্ডলের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *