আমাদের ভারত, ১৩ অক্টোবর: দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য মহাভারত হয়েছিল, মা সীতার অপহরণে রামায়ণ হয়েছিল। দশেরার উৎসবের সভায় আর জি কর কাণ্ডের প্রসঙ্গে এই দুই বিষয়ের কথা স্মরণ করিয়ে সরব হয়েছেন আর এস এস প্রধান মোহন ভাগবত। একই সঙ্গে তাঁর দাবি, অপরাধ ও রাজনীতির জোট হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটেছে।
দশেরার দিন নাগপুরে সংঘের সদর দপ্তরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে ভাগবত বলেন, আর জি কর- এর ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়ালের চেষ্টা চলছে। তিনি আহ্বান জানান, সাধারণ মানুষকে আরো বেশি কঠোর হতে হবে, মাতৃ শক্তি যাতে আক্রান্ত না হয় তার চেষ্টা করতে হবে।
কলকাতায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেরও সমর্থন করেছেন আরএসএস প্রধান। তাঁর মন্তব্য, পুরো দেশ আজ ডাক্তার ভাইদের পাশে রয়েছে। কলকাতার আর জি কর- এর সঙ্গে মহাভারতের তুলনা টেনে ভাগবত মন্তব্য করেন, মনে রাখতে হবে দ্রৌপদীর পোশাক স্পর্শ করায় মহাভারত ঘটে যায়। আর জি কর-এ এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।
দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংঘ পরিচালক। তাঁর মতে, সামগ্রিকভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তার ফলেই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে, আক্রান্ত হয়েছে মাতৃ শক্তি। কলকাতার আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার মত ভাষা নেই, যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক।