ভোটের কাজে যুক্ত সরকারি কর্মচারীরা যেন নিজের জেলায় পোস্টিং না পান, মুখ্যসচিবকে চিঠি কমিশনের

রাজেন রায়, কলকাতা, ১৯ ডিসেম্বর: উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফিরতেই এবার মুখ্য সচিবকে চিঠি ধরাল নির্বাচন কমিশন‌। ওই চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ভোটের কাজে যুক্ত সরকারি কর্মচারীরা যেন নিজের জেলায় পোস্টিং না পান। সেই সঙ্গে তিন বছর এক পদে থাকা সরকারি অফিসারদের বদলি করে দিতে হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘুরে গিয়েছেন সুদীপ জৈন। রিপোর্ট জমা পড়তে শুরু করেছে নির্বাচন কমিশনে। সেই রিপোর্টের ভিত্তিতে কোনও কোনও থানার কেমন পারফরম্যান্স, তার খতিয়ান রাখতে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের পরামর্শ দিয়ে গিয়েছেন সুদীপ জৈন।

আইনশৃঙ্খলার নানা দিকের খুঁটিনাটি বিষয় নিয়ে রিপোর্ট কমিশনকে দিয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা। আর সেসব খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার আগেই যাতে এই সমস্ত বদলি হয়ে যায়, তার জন্য মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *