Painting, Devajani Ghosh, ‘রঙ পেন্সিল – ২’: দেবযানী ঘোষের তুলিতে অনুভূতির এক অনন্য রূপায়ণ

আমাদের ভারত, কলকাতা, ৯ মার্চ: গগণেন্দ্র চিত্র প্রদর্শশালায় শুরু হয়েছে এক অনন্য চিত্র প্রদর্শনী— ‘রঙ পেন্সিল – ২’। শিল্পী দেবযানী ঘোষের তুলির ছোঁয়ায় সৃষ্ট চিত্রকলা নিয়ে আয়োজিত এই প্রদর্শনী ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।

শিল্পীর তুলির ছোঁয়ায় কখনও ক্যানভাসজুড়ে ধরা পড়েছে প্রকৃতির অপরূপ রূপ, কখনও আধ্যাত্মিকতার গভীরতা, আবার কখনও উঠে এসেছে সমাজের নানান প্রান্তিক চরিত্রের গল্প। জলরঙ, এক্রোলিক, মিশ্র মাধ্যম—বিভিন্ন ধরণের আঁকায় ভরিয়ে তুলেছেন ক্যানভাসকে। কিছু ছবিতে প্রকৃতির নিসর্গ উঠে এসেছে মোহনীয় রঙের ছোঁয়ায়, কিছু চিত্রে দেখা মিলেছে সরস্বতীর আধ্যাত্মিক প্রতিচ্ছবি, আবার কিছু ক্যানভাসে রঙ তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে আদিবাসী নারীর স্বপ্ন, জীবনযুদ্ধ ও আবেগ।

এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের প্রথম লোকপাল ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। তিনি শুধু বিচারপতি নন, তিনি শিল্পীর জীবনসঙ্গীও। তবু দেবযানী ঘোষের শিল্পীসত্তা একেবারেই স্বতন্ত্র। তাঁর ছবি দেখে বোঝাই যায়, শিল্প তাঁর মনের গভীর অনুভূতির প্রকাশ, যা কেবলমাত্র পারিবারিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়।

দেবযানী ঘোষ বলেন, “আমি কখনও প্রথাগতভাবে ছবি আঁকার শিক্ষা নিইনি। আমার ছবি আঁকার ভাবনা আসে একেবারে হৃদয়ের গভীর থেকে। যখন যা অনুভব করেছি, সেটাই ক্যানভাসে তুলে ধরেছি। প্রতিটি রেখা, প্রতিটি রঙের ছোঁয়ায় আমি আমার অনুভূতির গল্প বলতে চেয়েছি। সুপ্রিম কোর্টের বিচারপতির সহধর্মিণী হিসেবে জীবনটা বরাবরই ব্যস্ততার মধ্যে কেটেছে। সংসার, সন্তান মানুষ করা, পারিবারিক দায়িত্ব সামলানো সবকিছুই আমাকে করতে হয়েছে। তবে আমার স্বামী সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই নিজের জন্য সময় বার করা কখনো কঠিন মনে হয়নি।”

এটি দেবযানী ঘোষের ‘রঙ পেন্সিল’ সিরিজের দ্বিতীয় পর্যায়ের প্রদর্শনী। ২০২০ সালে কলকাতার গগণেন্দ্র চিত্র প্রদর্শশালাতেই অনুষ্ঠিত হয়েছিল ‘রঙ পেন্সিল – ১’। সেটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এবং শিল্পপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছিল। এবার আরও পরিশীলিত শিল্পকর্ম নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

দেবযানী ঘোষের ছবিগুলি শুধু চিত্রকলা নয়, বরং প্রতিটি শিল্পকর্ম যেন এক একটি গল্প বলে। কিছু ছবি নিছক প্রকৃতির রূপমাধুর্যকে তুলে ধরেছে, কিছু ছবিতে উঠে এসেছে নারীর জীবনযাত্রার সংগ্রাম ও স্বপ্নের কথা। কিছু ছবিতে শিল্পীর নিজস্ব দর্শনও ফুটে উঠেছে, যা দর্শকদের ভাবিয়ে তুলবে।

এখানে প্রতিটি ক্যানভাস যেন এক-একটি কবিতা, যেখানে রঙের ভাষায় লেখা হয়েছে অনুভূতির গভীরতম প্রকাশ। তাঁর শিল্পকর্মে প্রকৃতি ও মানুষের সহাবস্থান যেমন দৃশ্যমান, তেমনই নারীর শক্তি, সত্তা ও স্বপ্নের অভিব্যক্তিও স্পষ্ট। যারা শিল্প ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে।

‘রঙ পেন্সিল – ২’ শুধুমাত্র একটি চিত্র প্রদর্শনী নয়, এটি এক শিল্পীর আত্মপ্রকাশ, তাঁর ভাবনার বহিঃপ্রকাশ, এবং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কলকাতার শিল্পপ্রেমীদের জন্য এটি অবশ্যই এক বিশেষ আকর্ষণ। এই চিত্রকলা উপভোগ করতে করতে হয়তো দর্শকের মনে জন্ম নেবে নতুন চিন্তাভাবনার এক অনন্য জগত!

প্রতিদিন বিকেল ২টো থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী, যেখানে দর্শনার্থীরা শিল্পীর ভাবনায় রঙিন এক জগতের সন্ধান পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *