আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকার হেতাশোল গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। পুলিশ জানিয়েছে, বৃহষ্পতিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়েছিল ষষ্ঠী মাহাতো(২০) নামে ওই ছাত্রী। মেদিনীপুর মহিলা কলেজের ছাত্রী সে। আজ সকালে বাড়ির লোক ডাকাডাকির পরও দরজা না খুললে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে ওই তরুণী। আত্মহত্যার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে গুড়গুড়িপাল থানার পুলিশ জানিয়েছে।