সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ এপ্রিল:
জেলায় ফের নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৭ মে পাত্রসায়ের স্টেশন মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। সদ্য হাইকোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি হারানোয় ঘুষের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার মত দুর্নীতেতে দল জড়িয়ে পড়ার মত ঘটনায় দল নেত্রী কী বক্তব্য রাখবেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এছাড়াও এই কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের মত তিনিও কি সরব হবেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর পারিবারিক বিষয়ে।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল নির্বাচনী প্রচারের শুরু থেকেই তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে উদ্দেশ করে চরিত্রহীন, লম্পট বলতে শোনা যায়। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌমিত্র খাঁয়ের নাম না করে তার পারিবারিক বিষয়ে প্রকাশ্যে সরব হতে শোনা যায়। সম্প্রতি বাঁকুড়া কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করতে রাইপুরে আসেন তিনি। এই প্রকাশ্য সভায় তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া সমালোচনা করার পাশাপাশি বলেন, ‘আর একজন বিষ্ণুপুর, নাই বা বললাম, জানি না ডিভোর্স হয়েছে কি না, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তার যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে।’ মুখ্যমন্ত্রীর মুখে এই রকম ভাষা শুনে স্তম্ভিত
জেলাবাসী।
এদিকে ২০২২ সালের আগস্ট মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন সাতটি জেলা গড়া কথা ঘোষণা করেন। বিষ্ণুপুরের নামও ঘোষণা করেন। বিষ্ণুপুর মহকুমা নিয়ে নতুন বিষ্ণুপুর জেলা গঠন করা হবে বলে তিনি ঘোষণাও করেন। তখন থেকেই নতুন জেলার মানচিত্রে বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর, সোনামুখী, পাত্রসায়র ও ইন্দাস ব্লক ছাড়াও আর কোন কোন ব্লক সম্পূর্ণ বা আংশিক ভাবে অন্তর্ভুক্ত হতে পারে তা জানতে উদগ্রীব ছিলেন বাসিন্দারা। তবে এনিয়ে রাজ্যের কোনও নির্দেশিকা এখনও জানতে না পেরে হতাশ বাসিন্দারা। নির্বাচনের মুখে নতুন জেলা গঠনের বিষয়টি ফের প্রকাশ্যে আনা হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।