আমাদের ভারত, ২৬ এপ্রিল: বিচার ব্যবস্থাকে অপমান করার দায়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করল একটি শ্রমিক সংগঠন।
বিভাগীয় সচিবের মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই ব্যাপারে চিঠি দিয়েছেন ইউনাইটেড ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (ইউটিইউসি) সাধারণ সম্পাদক অশোক ঘোষ।
চিঠিতে লেখা হয়েছে, “দেশের শ্রমজীবী জনসাধারণের পক্ষ থেকে আপনার হস্তক্ষেপের প্রার্থনা জানিয়ে সংবাদপত্র সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নিম্নোক্ত সংবাদের অনুলিপি আপনার জ্ঞাতার্থে পেশ করছি। পশ্চিমবঙ্গের নির্বাচিত সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিও বিচার ব্যবস্থা সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, তা সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণকে আস্থাহীন করে তুলবে। দেশের সংবিধান অনুসারে যা অমার্জনীয় অপরাধ শুধু নয়, হাইকোর্টের প্রতি জনসাধারণের বিশ্বাসে আঘাত হেনেছে। ভারতের সাধারণ মানুষ বিশ্বাস করেন দেশের বিচার ব্যবস্থা গণতন্ত্রকে রক্ষা করে থাকে। সেই চেতনা আঘাত প্রাপ্ত হয়েছে।
উপরিউক্ত বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিচার ব্যবস্থার রায় রাজনীতির দ্বারা প্রভাবিত হচ্ছে। তিনি দেশের গণতন্ত্রের প্রতি আঘাত করে বলেছেন “দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত”। এই বক্তব্য আদালত অবমাননার সমতুল।
ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিদ্বেষ মূলক আস্থাহীন এই বক্তব্যের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।”