উপনির্বাচনে জয়ের পর কালিয়াগঞ্জে প্রথম সভা মুখ্যমন্ত্রীর, ১২৮ কোটির একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ মার্চ: উপনির্বাচনে জয়ের পর এই প্রথম কালিয়াগঞ্জে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার কালিয়াগঞ্জ কলেজ মাঠে সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া, প্রায় ১২৮ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেন তিনি। এদিন দুপুরে হেলিকপ্টার করে কালিয়াগঞ্জে আসেন মুখ্যমন্ত্রী। প্রথমেই সভামঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। পাশাপাশি
রায়গঞ্জের লক্ষনীয়া, করণদিঘি ব্লকে টুঙ্গিদিঘি, চোপড়া ব্লকের সোনাপুরে বৈদ্যুতিক সাব স্টেশন, রায়গঞ্জে ক্রেতা সুরক্ষা ভবন, কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সের আধুনিকীকরণ। গোয়ালপোখর ১ ব্লকে ১০ শয্যা বিশিষ্ট পাঞ্জিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গোয়ালপোখর ১ ব্লকে সিরনি নদীর উপর কিচকতলা সেতু। চোপড়া ব্লকের ভইসভিটা -সলদিঘি রাস্তায় ব্রিজ, রায়গঞ্জের কুলিক নদী, করণদিঘির সুধানী নদী ও ইটাহারে সুই নদীর বাঁধের সুরক্ষা, কর্মতীর্থ, রাস্তা, কমিউনিটি হল সহ নানান প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি।

এদিনের প্রশাসনিক বৈঠকে মৎস্য দপ্তরের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”শুনেছি মৎস্য দপ্তরের ভবন বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। বহু পুকুরে মাছ চাষ শুরু হয়নি। এগুলো দেখুন। কাজ না করে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। এসব চলবে না।” হাসপাতালে দালালচক্র নিয়ে ও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”শুনতে পাচ্ছি অসুস্থ মানুষের ট্রলি ঠেলার জন্য পয়সা নিচ্ছে দালালরা। সরকার পয়সা খরচা করবে আর তার অপব্যবহার হবে এটা ঠিক নয়। অবিলম্বে পুলিশ এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যেই হোক না কেন, তাদের ধরতে হবে। এসব বরদাস্ত করবো না।”

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নীচের তলায় অবস্থিত পুলিশ ক্যাম্প দ্রুত অন্যত্র সরিয়ে সেই স্থানে গর্ভবতী মহিলাদের প্রাথমিক পরীক্ষা কেন্দ্র তৈরী করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসকের সমস্যা মেটাতে অবসরপ্রাপ্ত ডাক্তারদের কাজে লাগানোর জন্য রাজ্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে প্রতিটি দপ্তরের কাজকর্মের বিস্তারিত তথ্য তুলে ধরে দ্রুত বকেয়া কাজ শেষ করার কথা বলেন তিনি। পাশাপাশি জেলার প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনপ্রতিনিধিদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন সংশ্লিষ্ট থানাগুলিকে। এদিনের সভা শেষে পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে মালদায় রওনা হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *