Shah, CISF, সিআইএসএফ কর্মীদের তাঁদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা শাহর

আমাদের ভারত, ১০ মার্চ: সিআইএসএফ কর্মীদের তাঁদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার এক্স হ্যান্ডলে অমিতবাবু লিখেছেন, “কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কর্মীদের তাঁদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। সিআইএসএফ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দায়িত্বের বাইরে গিয়ে দেশপ্রেমের অনুকরণীয় মানদণ্ড স্থাপন করেছে। আমাদের জওয়ানরা সাহস এবং পেশাদারিত্ব দিয়ে জাতিকে গর্বিত করেছেন। শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

প্রসঙ্গত, সিআইএসএফ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য হল বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়া। এটি ১০ মার্চ ১৯৬৯-এ সংসদের একটি আইনের অধীনে প্রায় ২,৮০০ জন কর্মী নিয়ে স্থাপিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *