আমাদের ভারত, মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার সকালে মাঠের নিকাশি নালা থেকে পুলিশ এক সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৪ নম্বর উড়াসাই গ্রাম পঞ্চায়েতের বেনাচাপড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় বেনাচাপড়া মৌজায় একটি মাঠের নিকাশি নালার মধ্যে গ্রামবাসীরা ওই সদ্যজাত শিশুকন্যাকে পড়ে থাকতে দেখেন। শিশু কন্যার মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। গ্রামবাসীদের অনুমান কেউ সদ্যোজাত শিশুকন্যাটিকে এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত শিশুটির মৃতদেহ উদ্ধার করে।