আমাদের ভারত, আরামবাগ, ৩ মার্চ: রেল টিকিট কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সাইবার ক্যাফেতে হানা দিয়ে রেল পুলিশ একটি কম্পিউটারের সিপিইউ ও মনিটর সহ বেশকিছু রেলের টিকিট বাজেয়াপ্ত করে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার মিয়া পাড়া এলাকায়। টিকিট কাটার ক্ষেত্রে অনিয়মের কারণে রেল পুলিশ একজনকে আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাইবার ক্যাফেতে রেলের টিকিট নিয়ম না মেনে রেলযাত্রীদের দেওয়া হতো বলে অভিযোগ। এদিন রেল পুলিশের পক্ষ থেকে একদল প্রতিনিধি আরামবাগের বিভিন্ন সাইবার ক্যাফেতে হানা দেয়। অনিয়মের কারণে রেল পুলিশ একজনকে আটক করে। তারই সাথে একটি কম্পিউটারের সিপিইউ ও মনিটর সহ বেশকিছু রেলের টিকিট বাজেয়াপ্ত করে রেল পুলিশ। রেল পুলিশের দাবি, রেলের টিকিট কাটার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে।