সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আজ রাইপুরে বিদ্যার্থী পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায়।
আজ সকালে রাইপুরে হাতে পোস্টার নিয়ে বিজেপি প্রভাবিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার নামে লোকজন আনতে সমস্ত বাস তুলে নেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা যাতায়াত করতে হিমসিম খাচ্ছে। এরজন্য আমরা মুখ্যমন্ত্রীর এই কাজকে ধিক্কার জানাচ্ছি। এই নিয়ে তারা প্রশ্ন তোলেন, পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রীর সভার অনুমতি কে দিল?