Suvendu, Mamata, কালীঘাট মন্দিরের সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব নেওয়ার কিছু নেই, তোপ শুভেন্দুর

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: কালীঘাট মন্দিরের সংস্কার নিয়ে ইতিবাচক এবং তাঁর কৃতিত্বের নানা দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসব খবর হচ্ছে প্রচারমাধ্যমে। বুধবার তার বিরোধিতা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এদিন সাংবাদিকদের বলেন, “কালীঘাট মন্দিরের মাথায় যে সোনা লাগানো হয়েছে তা একটি কর্পোরেট সংস্থার সিএসআর (কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি)-এর টাকায় হয়েছে। এখানে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব নেওয়ার কিছু নেই।” তবে, কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের কাজ সরকার করেছে। তাকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “মানুষের পরিষেবার স্বার্থে এই কাজ রাজ্য সরকার করতেই পারে।”

প্রসঙ্গত, এদিন শুভেন্দুবাবু বলেন, “চারধামের একটি পুরী। তাকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) দেয়নি। কেদারনাথ, বদ্রীনাথের নকল হয় না। শংকরাচার্যদের বিকল্প হয় না। গীতাকে বদলে দেওয়া যায় না। আপনি অভিনন্দকে শুভনন্দন করতে পারেন। কিন্তু পুরীধামকে বদল আপনি করতে পারেন না। আপনার এই সাহস হয় কোথা থেকে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *