Sukanta, BJP, পৌর প্রধান করে সোমনাথ দে’কে পুরষ্কৃত করে বাংলার সঙ্গে কৌতুক করছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মার্চ: পানিহাটি পৌরসভার বর্তমান পৌর প্রধান সোমনাথ দে’র বিরুদ্ধে রাস্তায় নামলো বিজেপি। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

আর জি কর কান্ডের সঙ্গে নাম জড়িয়েছিল পানিহাটি পৌরসভার বর্তমান পৌর প্রধান সোমনাথ দে’র। প্রাক্তন পৌর প্রধান মলয় রায়কে সরিয়ে তাকেই তৃণমূলের তরফ থেকে নতুন পৌর প্রধান নির্বাচিত করা হয়েছে। আর এবার তার বিরুদ্ধে রাস্তায় নামলো বিজেপি। আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে সবার আগে নাম উঠেছিল পানিহাটি পৌরসভার পৌরপিতা সোমনাথ দে’র, সেই সঙ্গে নাম ছিল বিধায়কের। সেই সোমনাথ দে’কেই পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর তারই প্রতিবাদে বিজেপি সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। ঘোলা পিএনবি রোড থেকে সোদপুর ট্রাফিক মোর পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন কৌস্তুভ বাগচী, জয় সাহা অরিজিত বক্সী সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা।

এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন,
সোমনাথ দে’কে পৌর প্রধান হিসেবে পুরষ্কার দিয়ে বাংলার সঙ্গে কৌতুক করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি হিন্দু- মুসলিম বিভাজন করে না। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তাই উনি কুম্ভে যান না বরং ইফতারে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *